Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৬:০৯

ভর্তি পরীক্ষা চলাকালীন সময়।

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটিই ছিল এ বছরের ভর্তি পরীক্ষার প্রথম পরীক্ষা।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে এই ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে সকাল ১১টায় শেষ হয়।

‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সূত্র মতে, ‘সি’ ইউনিটে নয় হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিত ছিলেন সাত হাজার ৬৪৬ জন। অনুপস্থিত ছিলেন দুই হাজার ৩০৬ জন। অর্থাৎ উপস্থিতির হার ৮৩.৮৩ শতাংশ।

ইসরাত জাহান ইলমা নামে এক পরীক্ষার্থী পরীক্ষা শেষে বলেন, ‘আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করেছি। পরীক্ষার কেন্দ্রে টিচাররা যথেষ্ট আন্তরিক ছিলেন এবং তাদের দিকনির্দেশনায় পরীক্ষা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পেরেছি।’

ফাহমিদা খানম সুমাইয়া নামের আরেক পরীক্ষার্থী বলেন, ‘পরীক্ষার প্রশ্ন মানসম্মত ছিল। আলহামদুলিল্লাহ, ভালোভাবেই পরীক্ষা দিয়েছি। সব মিলিয়ে ভালোই একটা অভিজ্ঞতা।’

পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, ‘দু একটি কক্ষে সামান্য সমস্যা হলেও আমরা সফলভাবেই পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। সকালের সহযোগিতায় আমাদের তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। সুষ্ঠুভাবে সকল কেন্দ্রে পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমেই এ বছর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এরপর ‘এ’ ইউনিট ও ’বি’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে তা সমাপ্ত হবে।

সারাবাংলা/এসডব্লিউ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ভর্তি পরীক্ষা সম্পন্ন