Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ অবৈধ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৬:৩১ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৮:৫০

প্রথম ধাপেই ৫ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে প্রথম ধাপে পাঁচ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে গ্রিফন এয়ারের (জিআরপি-২৬) একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় অভিবাসী বাংলাদেশিদের বহন করা প্রথম ফ্লাইট ঢাকায় অবতরণ করে।

বিজ্ঞাপন

গ্রিফন এয়ার মূলত মার্কিন সামরিক বাহিনীর জন্য চার্টার পরিসেবা প্রদানকারী একটি অ্যামেরিকান বিমান সংস্থা।

ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, ট্রাম্প প্রশাসনের নির্দেশে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি তারা অবৈধ নেপালি অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর কাজে যুক্ত ছিল। জানা যায়, ফ্লাইটটি গত শুক্রবার ফেরার কথা থাকলেও তা শনিবার দুপুরে ঢাকায় পৌঁছায়। বিশেষ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে কুমিল্লা জেলার ১ জন, নোয়াখালীর ২ জন, চট্রগ্রামের ১ জন এবং সিলেট জেলার ১ জন বাসিন্দা রয়েছে। ফেরত আসা দলে একজন অবৈধ বাংলাদেশি নারী প্রবাসীও রয়েছেন।

ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে এভাবে বাংলাদেশিদের ফেরানো হলো। ধারণা করা হচ্ছে, দেশটিতে বসবাসরত আরও অবৈধ অভিবাসীকে পর্যায়ক্রমে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ

অবৈধ ৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর