Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে স্ত্রীকে হত্যায় অভিযুক্ত স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৬:৫৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৭:০২

নরসিংদী: নরসিংদীতে স্ত্রীকে হত্যার দায়ে ১২ ঘণ্টার ব্যবধানে অভিযুক্ত পলাতক স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর আত্মহত্যা করেছেন মাদকাসক্ত স্বামী।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে শেখেরচর-বাবুরহাট বাজারের তিনতলা একটি ভবনের কার্ণিশ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় স্বামীর মরদেহ। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে একই থানার বালুসাইর এলাকার নিজগৃহ থেকে গলায় ওড়না পেঁচানো স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিষাশুরা ইউনিয়নের বালুসাইর এলাকার রাজু মিয়া (৪০) এবং মানছুরা বেগমের (৩৫) ১৯ বছরের দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। রাজু মিয়া মাদকাসক্ত হওয়ায় অনেকদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে কলহের জের ধরে শুক্রবার স্ত্রী মানছুরা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের দরজা তালাবদ্ধ করে পালিয়ে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে তালা ভেঙ্গে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এরপর থেকেই স্বামী রাজু মিয়া পলাতক ছিলেন। শনিবার সকাল ১১টায় বাবুরহাটের একটি তিনতলা ভবনের কার্ণিশে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় বাজারের ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার ওই নারীর নিজ বসতঘরের দরজার তালা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান তার স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রাতে মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। শনিবার সকাল ১১টার দিকে শেখেরচর-বাবুরহাটে তার পলাতক স্বামীর মরদেহের খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধারে কাজ করছে শেখেরচর পুলিশ ফাঁড়ি। ধারণা করা হচ্ছে নারীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী আত্মহত্যা করেছে। তবে এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

মরদেহ স্ত্রীকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর