অস্ত্র-গুলিসহ সুন্দরবনে ২ দস্যু আটক
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৭:২২ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৭:২৭
১৯ এপ্রিল ২০২৫ ১৭:২২ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৭:২৭
বাগেরহাট: সুন্দরবনে অস্ত্র-গুলিসহ মো. আল আমিন ও রেজাউল গাজী বাবু নামে দুই দস্যুকে আটক করছে কোস্টগার্ড ও নৌ বাহিনী। আটক দস্যুরা করিম শরীফ বাহিনীর সদস্য।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও নৌ বাহিনী অভিযান চালায়। এ সময় ওই বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গুলি ও ছয় রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয়।
সারাবাংলা/এসআর