ভোলার মাসুদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৯ এপ্রিল ২০২৫ ১৭:৩৫ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৭:৩৭
ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে চাঞ্চল্যকর মাসুদ হত্যা মামলার প্রধান আসামি আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার এ তথ্য জানান। এর আগে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আল আমিন ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকার আবু বকর পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসানগঞ্জ গ্রামের হানিফ মাস্টারের ছেলে। নিহত মাসুদ এই এলাকার মাতাব্বর বাড়ির আব্দুল খালেকের ছেলে।
পুলিশ সুপার জানান, গত ৪ এপ্রিল সকাল সাড়ে ১১ টার দিকে আসামি আল আমিন ও তার সঙ্গীরা মাসুদের বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মাসুদকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন। পরে নিহতের ভাই রায়হান বাদী হয়ে দুলারহাট থানায় ২০ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত ২০ জনের নামে হত্যা মামলা করেন।
মামলা বাদী উল্লেখ্য করেন ঘটনার দিন প্রধান আসামি তার সঙ্গীদের নিয়ে মাসুদের বাড়িতে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তাকে আল আমিন ও তার সঙ্গীরা অস্ত্রসস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এইচআই