Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী

স্পেশাল ‍করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৭:৩৭ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৮:৪৯

এলডিপিতে যোগ দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী।

ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপিতে) যোগ দিলেন সেনাবাহিনীর লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী। একইসঙ্গে তার নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা-আমলাসহ শতাধিক মানুষ যোগ দিয়েছেন দলটিতে।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক অনুষ্ঠানের তারা এলডিপিতে যোগ দেন।

এ সময় এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.) তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ।

উল্লেখ্য, লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীর বাড়ি চট্টগ্রাম জেলায়। তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজের সাবেক কমান্ড্যান্ট ছিলেন। আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রাইন কমান্ডের (এআরটিডিওসি) জিওসি হিসাবেও দায়িত্ব পালন করেন। সাভারে রানা প্লাজার উদ্ধার অভিযান পরিচালনায় সময় সারা দেশে ব্যাপক পরিচিতি পান চৌধুরী হাসান সারওয়ার্দী। দায়িত্ব পালন করেছেন পদাতিক ডিভিশনসহ সেনাসদরের নানা গুরুত্বপূর্ণ পদে। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির ব্যাটালিয়ন কমান্ডার, বাংলাদেশ রাইফেলসের পরিচালক অপারেশন ও বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা পরিদফতরে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সারাবাংলা/ইউজে/এমপি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সেনা কর্মকর্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর