Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী তুষার হত্যার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৮:১৯

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী তুষার হত্যার প্রধান আসামি পারভেজ গ্রেফতার।

সিলেট: সিলেটে আলোচিত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী তুষার হত্যা মামলার প্রধান আসামি পারভেজকে গ্রেফতার করেছে র‌্যাব। হত্যাকান্ডের তিন দিনের মাথায় ঘাতককে গ্রেফতার করে র‌্যাব।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পারভেজ (২৬) নগরীর বাগবাড়ী এলাকার তাজুদ মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট শাহজাহান আহমদ চৌধুরীর ছেলে নিহত তুষার আহমদ চৌধুরী (২১) সিলেট এমসি কলেজের বিএ প্রথম বর্ষে অধ্যায়নরত ছিলেন। ঘটনার দিন গত ১৫ এপ্রিল রাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাহ দলদলি চা বাগান এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে পারভেজ, জাবেদ, রানাসহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জন লাঠিসোটা ও ছুরি দিয়ে ভিকটিমের উপর আক্রমণ করে। এক পর্যায়ে তাকে তিন জন মিলে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তুষারকে মূমর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল সিলেটের জিন্দাবাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি পারভেজকে গ্রেফতার করে।

গ্রেফতার পারভেজকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এর আগে নগরীর বড়বাজার থেকে জাবেদ নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এসডব্লিউ

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী তুষার হত্যার প্রধান আসামি গ্রেফতার