ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া পদ থেকে সরে দাঁড়ালেন। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে তিনি পদত্যাগের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে তিনি দলের অস্থায়ী কার্যালয়ের দফতর সেলে পদত্যাগপত্রটি জমা দিয়েছেন।
রাফিদ এম ভূঁইয়া বলেন, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। গত ১৭ এপ্রিল রাতে পদত্যাগপত্রটি দফতর সেলে জমা দিয়েছি।