Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৯:৩৮

ঘটনাস্থলে ভিড় জমান দর্শনার্থীরা।

সিলেট: সিলেট মহানগরীতে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নাম শহিদ আহমদ চৌধুরী (৫৮)। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।

ঘটনাটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক।

তিনি জানান, শনিবার বিকেলে নগরীর চৌহাট্টা এলাকায় একটি মোটরসাইকেল চৌহাট্টা থেকে নয়া সড়কের দিকে যাচ্ছিল। সে সময় নয়া সড়ক থেকে চৌহাট্টার দিকে আসা চাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।

বিজ্ঞাপন

ওসি জানান, ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো