চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনের ধাক্কায় যুবক নিহত
১৯ এপ্রিল ২০২৫ ২০:২৫ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ২৩:৩৩
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১০ পকেট নামক স্থানে চিলাহাটী থেকে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে মিনাল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মিনাল চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মরহুম মিন্টু মিয়ার ছেলে।
মৃত মিনালের মামাতো ভাই বিদ্যুত হোসেন জানান, মিনাল তার মা শেফালী খাতুনের সঙ্গে বাড়িতেই বসবাস করতেন। মানসিকভাবে অসুস্থ থাকায় বাড়ি থেকে তিনি তেমন বের হতেন না। এদিন বিকেলে সে বাড়ি থেকে বের হয়ে ঘোড়ামারা ব্রিজের কাছে রেললাইনের ওপর বেড়াতে যান। কিছুক্ষণ পর খবর আসে মিনাল ট্রেনের ধাক্কায় মারা গেছেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এসআই) জগদীশ বসু জানান, প্রাথমিকভাবে জানা গেছে ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে তরুণটির মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এ ঘটনায় কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
সারাবাংলা/এইচআই