Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মিত হচ্ছে বাংলাবান্ধায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ২০:৩৩

ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. সাবেত আলী

পঞ্চগড়: দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড (১৪০ ফুট) নির্মাণ হচ্ছে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্টে।

শনিবার (১৯ এপ্রিল) সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. সাবেত আলী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বাংলাবান্ধা স্থলবন্দরের কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যম কর্মী ও স্থানীয় ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের প্রবেশদ্বার বাংলাবান্ধা জিরোপয়েন্ট। জিরোপয়েন্টের অপর প্রান্তে ভারতে উঁচু স্ট্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক উড়তে থাকে। যেহেতু আমাদের এখানে কোনো উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড নেই, তাই আমরা এ উদ্যোগ নিয়েছি। বিশেষ করে দীর্ঘদিন ধরে তরুণদের একটি দাবি ছিল ভারতের মতো আমাদের বাংলাদেশ প্রান্তেও যেন একটি উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে জাতীয় পতাকা উড়ানো হয়।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের দাবি বাস্তবায়নে প্রকল্পটি নিয়ে আর্কিটেকচারের মাধ্যমে ফ্ল্যাগ স্ট্যান্ডটির ডিজাইন করা হয়েছে। আজ বাংলাবান্ধা জিরোপয়েন্ট এলাকায় ফ্লাগ স্ট্যান্ড, গেইট ও সৌন্দর্য বর্ধণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হলো। ফ্ল্যাগ স্ট্যান্ডটির উচ্চতা হবে প্রায় ১৪০ ফুট। যা দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড। এ স্ট্যান্ডে প্রযুক্তির সহযোগীতায় ২৪ ঘণ্টায় উড়বে পতাকাটি। আশা করছি আগামী ২০ দিনের মধ্যে এর কাজ সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড ফ্ল্যাগ স্ট্যান্ড বাংলাবান্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর