১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠক করেছে বিএনপি
১৯ এপ্রিল ২০২৫ ২০:৪৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ২৩:৩৩
ঢাকা: দ্রুত নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আউটপুট শেয়ার করতে ১২ দলীয় জোট এবং এলডিপির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াঁজো কমিটি।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে ১২ দলীয় জোট এবং পরে এলডিপির সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়াঁজো কমিটির প্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৈঠক শেষে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের অপসারণ ও তাদের দ্রুত বিচারের বিষয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে। এসব বিষয় ও আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় ১২ দলীয় জোটের সঙ্গে একমত হয়েছে বিএনপি।’
বৈঠকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার দাবি জানান ১২ দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার।
এ বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলে বিএনপির স্থায়ী কিমিটির সদস্য সেলিমা রহমান, ‘১২ দলীয় জোট শরিকদের মধ্যে উপস্থিত বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাগপার রাশেদ প্রধান ও জমিয়তের উলামায়ে ইসলামের মহিউদ্দিন একরাম প্রমুখ।
সন্ধ্যা ৭ টায় একই স্থানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বৈঠক করেন নজরুল ইসলাম খান। বৈঠকে এলডিপির নেতৃত্ব দেন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ অব্যাহত রাখার ব্যাপারে একমত হলেও এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে সরাসরি কোনো কর্মসূচি কিংবা বড় আন্দোলনে যেতে চাচ্ছে না বিএনপি। বরং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবে তারা। বিএনপি চায় না এই সরকার ব্যর্থ হোক— এ বিষয়গুলোই ১২ দলীয় জোট এবং এলডিপির সঙ্গে শেয়ার করেছেন নজরুল ইসলাম খান। জবাবে এলডিপি এবং ১২ দলীয় জোটের নেতারা বিএনপির সব সিদ্ধান্তের প্রতি নৈতিক সমর্থন জানিয়ে এসেছেন।
তবে, ১২ দলীয় জোট ও এলডিপির শীর্ষ নেতারা নিজেদের মতামত দিতে গিয়ে বলেছেন, সরকার নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে দেশের চলমান পরিস্থিতি আরও ঘোলাটে ও অস্থিতিশীল হয়ে যেতে পারে। তাই চাপ তৈরি করে সরকারকে দ্রুত নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার জন্য বিএনপিকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহদাত হোসেন সেলিম সারাবাংলাকে বলেন, ‘যুগপৎ আন্দোলনে থাকা সব দলের সঙ্গে বৈঠক শেষে একটা কনভেনশন করার বিষয়টি আলোচনা হয়েছে। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো স্বৈরাচারের যেসব দোসর বসে আছে তাদের অপসারণ এবং পতিত স্বৈরাচারের দোসরদের নানামুখী অপতৎপরতা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের ব্যাপারে বিএনপি যেটা বলেছে, সেটা হল এ বছরের ডিসেম্বর মাসটা হচ্ছে কাট অফ টাইম। এ বাইরে কোনো অবস্থাতেই যাওয়া যাবে না। এ ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি। সরকার যদি ডিসেম্বরে নির্বাচন না দেয়, তাহলে পরিস্থিতি অনুযায়ী, সিদ্ধান্ত নেওয়া হবে।’
সারাবাংলা/এজেড/এইচআই