যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন
১৯ এপ্রিল ২০২৫ ২১:২৫ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ২৩:৩৩
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষ্যে ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন।
শনিবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে সোমবার (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত এ যুদ্ধবিরতি কার্যকর হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়া আশা করছে, ইউক্রেনও ইস্টারের এই সময়কালে পালটা হামলা বন্ধ রাখবে। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, তারা যুদ্ধবিরতির ঘোষণায় উল্লেখিত সময়ে সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে।
ক্রেমলিন থেকে আরও বলা হয়েছে, ‘মানবিক বিবেচনা থেকে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তারা আশা করে, ইউক্রেনও একই ধরনের পদক্ষেপ নেবে।
একই সঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ‘একই সময়ে আমাদের সেনাদের অবশ্যই যেকোনো যুদ্ধবিরতি লঙ্ঘন এবং শত্রুর উসকানিমূলক বা আগ্রাসী আচরণ প্রতিহত করতে প্রস্তুত থাকতে হবে।’
সারাবাংলা/এইচআই