Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ, সম্পাদক অপু

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ২২:০৮ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:১২

আজাদ আবুল কালাম ও রাশেদ মামুন অপু। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: তিন বছর মেয়াদী অভিনয়শিল্পী সংঘের ২০২৫-২৮ মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। টেলিভিশন নাটকের অভিনেতাদের সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাশেদ মামুন অপু।

শনিবার (১৯ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটে নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ২১টি পদে লড়েছেন মোট ৪০ জন প্রার্থী। আপিল বোর্ডে ছিলেন জ্যেষ্ঠ অভিনয়শিল্পী মামুনুর রশীদ, আবুল হায়াত এবং দিলারা জামান।

বিজ্ঞাপন

২০২৫-২০২৮ মেয়াদে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম, মো. ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ রানা মিঠু। পরাজিত প্রার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ফলাফলের বিপক্ষে আপিল করতে পারবেন। তারপর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ২২ এপ্রিল।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬৯৯ জন। এই নির্বাচনে ২১টি পদের মধ্যে ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদের আরেক প্রার্থী ছিলেন আব্দুল্লাহ রানা, সহ-সভাপতি প্রার্থীরা হলেন আশরাফ টুলু, এস এম আশরাফুল আলম, এহসানুর রহমান, সাধারণ সম্পাদক শাহেদ শরীফ খান।

উল্লেখ্য, বিদায়ী কমিটির সভাপতি ছিলেন আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান। তারা এবারের নির্বাচনে অংশ নেননি।

সারাবাংলা/এজেডএস

অভিনয় শিল্পী সংঘ আজাদ আবুল কালাম টপ নিউজ রাশেদ মামুন অপু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর