নারী ক্রিকেট দলকে তারেক রহমান-মির্জা ফখরুলের অভিনন্দন
১৯ এপ্রিল ২০২৫ ২২:১৬ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:১১
ঢাকা: নারী বিশ্বকাপ ক্রিকেটে খেলার সুযোগ করে নেওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৯ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এ অভিনন্দন জানান।
বিবৃতিতে তারা বলেন, ‘‘বাংলাদেশের নারী ক্রিকেট দলের এই জয় দীর্ঘ দিনের সংগ্রামের ফসল। নেট রান রেটের কঠিন লড়াইয়ে টিকে থেকে তারা দেখিয়েছে, সীমিত সুযোগেও আন্তর্জাতিক সাফল্য সম্ভব। তাদের এই সাফল্যে আমরা গর্বিত।’’
নেতৃদ্বয় বলেন, ‘‘নিগার সুলতানাদের এই পারফরম্যান্স দেশের ক্রীড়া ও নারীর ক্ষমতায়নের পথচলায় একটি উল্লেখযোগ্য মাইলফলক। নিগারদের ব্যাটে ছিল সাহস, বোলিংয়ে ছিল সংগ্রামের ধার, আর জয়টা ছিল নিখাদ আনন্দের বিস্ফোরণ। এমন জয় সমাজ ও মানসিকতায় পরিবর্তনের বার্তা দেয়।’’
তারা বলেন, ‘‘নিগারদের জয়যাত্রায় উচ্ছ্বসিত বিএনপি। সম্ভবত ক্রীড়াঙ্গনে এটা ছিল বাংলাদেশের নারী দলের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা। এ বিজয় শুধু একটি দলের নয়, এ দেশের, সমাজের, প্রতিটি স্বপ্ন দেখা মেয়ের খেলাধুলার সীমারেখা পেরিয়ে জাতীয় গর্বের মুহূর্ত।’’
সারাবাংলা/এজেড/এসআর