Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবি ভর্তি পরীক্ষায় দিনভর আঞ্চলিক ছাত্রসংগঠনগুলোর সেবামূলক কার্যক্রম

কুবি করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ২২:২১

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবা দিয়েছে বিভিন্ন আঞ্চলিক ছাত্র সংগঠনগুলো।

শনিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ‘সি’ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দিনভর বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে সংগঠনগুলো।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটক জুড়ে বিভিন্ন অংশে আঞ্চলিক সংগঠনের ‘হেল্প ডেস্ক’ ও ‘তথ্য কেন্দ্র’ বসিয়েছেন। সেখানে বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের তথ্য সরবরাহ ও সঙ্গে আসা অভিভাবকদের জন্য বিশ্রাম, সুপেয় পানি, হালকা খাবারসহ শরবতের ব্যবস্থা করা হয়। এতে পরীক্ষার্থীরা যেমন উপকৃত হয়েছেন, তেমনি অভিভাবকদের মাঝেও স্বস্তি ছিল বলে জানান অভিভাবকরা।

কিশোরগঞ্জ, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, লক্ষ্মীপুরসহ বিভিন্ন আঞ্চলিক ও বিভাগীয় সংগঠনগুলো শিক্ষার্থীদের সহায়তায় নিজেদের ব্যানারে সেবা দিয়েছেন। কেন্দ্রের বাইরে টেন্ট বসিয়ে সক্রিয় ছিল জেলা ও বিভাগভিত্তিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনগুলো। এ ছাড়াও সংগঠনের স্বেচ্ছাসেবকরা পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সহায়তার পাশাপাশি মেডিকেল সার্ভিস ও বিশ্রামে ব্যবস্থা ছিল প্রশংসনীয়।

লক্ষ্মীপুর থেকে আসা এক অভিভাবক হাকিম বলেন, আঞ্চলিক সংগঠনগুলো যে ধরনের উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তারা আমাদের সহায়তা করেছেন। শিক্ষার্থীদের কার্যক্রম আমাদের ভালো লেগেছে।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিরাজুর রহমান তামিম বলেন, লক্ষ্মীপুর থেকে আসা শিক্ষার্থীদের সঙ্গে অভিবাকদের জন্য বিশ্রাম এবং পানির ব্যবস্থা করেছি। গতকাল থেকে শিক্ষার্থীদেরকে আসার জন্য গাইডলাইন এবং আবাসনসহ খাবার ব্যবস্থা করেছি। পরীক্ষাকে কেন্দ্র করে সামনের দিনগুলোতে আমাদের কার্যক্রম চলমান থাকবে।

দেবিদ্বার ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ওবায়েদুল্লাহ খান বলেন, শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম থেকে শুরু করে আবাসন, টিউশনি ও ব্লাড ব্যবস্থাসহ ক্যারিয়ার গাইডলাইনবিষয়ক প্রোগ্রাম আয়োজন করে থাকি। এবার ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা এবং সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

আঞ্চলিক ছাত্রসংগঠনগুলোর কুবি কুবি ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর