হুয়াওয়ে ‘সিডস ফর দ্য ফিউচার’ এর নিবন্ধন শুরু
১৯ এপ্রিল ২০২৫ ২২:২৩
ঢাকা: শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে ভূমিকা রাখতে হুয়াওয়ে আবারও উদ্বোধন করেছে ’সিডস ফর দ্য ফিউচার’ প্রতিযোগিতা। স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই প্রোগ্রামে অংশ নিতে পারবে।
শনিবার (১৯ এপ্রিল) হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নিবন্ধন শুরুর ঘোষণা দেয়া হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল হান্নান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হুয়াওয়ে সাউথ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও উ জি এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।
আয়োজকরা জানান, এই বছর প্রতিযোগিতাটির বাংলাদেশ রাউন্ডের চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে পাবে হুয়াওয়ে মেটবুক। এছাড়া প্রথম রানার-আপ ও দ্বিতীয় রানার-আপের জন্য থাকছে যথাক্রমে হুয়াওয়ে প্যাড এবং হুয়াওয়ে স্মার্ট ওয়াচ। এর পাশাপাশি বাংলাদেশ রাউন্ডের সেরা ৮ শিক্ষার্থী টেকফরগুড প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চীন ভ্রমণের সুযোগ পাবে।
অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এআই, ক্লাউড এবং সেমিকন্ডাক্টর খাতের জন্য জাতীয় নীতিমালা প্রণয়নের কাজ করছে। এসব বিষয়ের জন্য আমরা একটি বৃহৎ ডিজিটাল রূপান্তরের মাস্টার প্ল্যান চালু করব। টেলিযোগাযোগ এবং আইসিটি খাতে হুয়াওয়ের উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে। অতএব, এখানে তাদের একটি ভূমিকা রয়েছে, যেটি এই রূপান্তরকে সাহায্য করতে পারে। আমি হুয়াওয়েকে এআই এবং ডিজিটাল ও কম্পিউটার প্রযুক্তির ল্যাবের মাধ্যমে আরও বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য স্বাগত জানাতে চাই, যাতে দেশের তরুণরা সুযোগ পেতে পারে।’
ড. মো. মহিউদ্দিন বলেন, ‘২০১৪ সালে শুরু হওয়া ‘সিডস ফর দ্য ফিউচার’ কর্মসূচি বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর জাতিতে রূপান্তরের যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই কর্মসূচি বিজ্ঞানের অগ্রগতি ও প্রযুক্তিগত উন্নয়নের প্রতি হুয়াওয়ের অবিচল প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এ ধরনের উদ্যোগ আমাদের তরুণদের হাতে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে এবং দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করে তোলে। আমরা খুব শিগগিরই চীনে শিক্ষার্থীদের পাঠানোর জন্য নির্বাচন করব, যারা সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে একজন অ্যাম্বাসেডরের মতো।’
উদ্বোধনী অনুষ্ঠানে হুয়াওয়ে সাউথ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও উ জি বলেন, ‘অনেক বছর ধরে এই প্রতিযোগিতা বৈশ্বিক উদ্ভাবন ও স্থানীয় সম্ভাবনার মধ্যে এক সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। এর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা বিশ্বমানের প্রশিক্ষণ, আন্তঃসাংস্কৃতিক অভিজ্ঞতা এবং আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হাতে-কলমে শেখার সুযোগ পেয়েছে। তাদেরকে অনুপ্রাণিত করতে, দক্ষ করে গড়ে তুলতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্যে আমরা এই ধরনের উদ্যোগের মাধ্যমে কাজ করে যাচ্ছি যাতে তারা দেশের ডিজিটাল অগ্রগতির নেতৃত্ব দিতে পারে।’
স্নাতক পর্যায়ের ৩য় বা ৪র্থ বর্ষের নিয়মিত শিক্ষার্থীরা হুয়াওয়ে ’সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’ প্রোগ্রামে আবেদন করতে পারবে। আবেদনকারীদের শেষ সেমিস্টার অক্টোবর ২০২৫-এর পর শুরু হতে হবে। এছাড়া আবেদনকারীদের সিজিপিএ ন্যূনতম ৩.৩০ হতে হবে। এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের জন্য আগ্রহীদেরকে নিজেদের সাম্প্রতিক একটি ছবিসহ জীবন বৃত্তান্ত sftfbd@huawei.com ঠিকানায় ইমেইল করতে হবে। জীবন বৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতা, সিজিপিএ, সহশিক্ষা কার্যক্রম, টেলিকমিউনিকেশন ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ ও এর কারণ, এবং খণ্ডকালীন কাজের অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে। এর বিস্তারিত জানা যাবে হুয়াওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।
সারাবাংলা/ইএইচটি/এসআর