Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খোলপেটুয়া নদীতে জালে ধরা পড়ল ২০ কেজি ওজনের কচ্ছপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ২৩:৪২

২০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনসংলগ্ন খোলপেটুয়া নদীতে মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এক জেলের জালে ধরা পড়ে ২০ কেজি ওজনের কচ্ছপটি।

স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান জানান, শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির ৯ নম্বর সোরা গ্রামের দৃষ্টিনন্দন সংলগ্ন এলাকায় সোরা গ্রামের ইয়াকুব বৈদ্যোর ছেলে আল আমিন খোলপেটুয়া নদীতে জাল পেতে রেখেছিল। সেই জালে কচ্ছপটি ধরা পড়ে। পরে ভিটিআরটির সহায়তায় কচ্ছপটি নদীতে অবমুক্ত করা হয়। উদ্ধারকৃত কচ্ছপটির ওজন প্রায় ২০ কেজি।

ওয়াইল্ডটিম সাতক্ষীরারেঞ্জের কর্মকর্তা সনজিত কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলে আল আমিনের জালে কচ্ছপটি ধরা পড়ে। খবর পেয়ে ভিটিআরটির সদস্যরা খোলপেটুয়া নদীতে কচ্ছপটি অবমুক্ত করেন।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল সাতক্ষীরারেঞ্জের আওতায় বনবিভাগ কৈখালী স্টেশন কর্তৃক উপজেলার কৈখালী এলাকায় একটি পুকুর থেকে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়।

সারাবাংলা/পিটিএম

কচ্ছপ খোলপেটুয়া নদী