সাবেক এমপি ফজলে করিমের জামিন শুনানি আজ
২০ এপ্রিল ২০২৫ ০৮:৪২
ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর জামিন শুনানি আজ।
রোববার (২০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে, ৮ এপ্রিল ফজলে করিমের জামিন আবেদন করেন আইনজীবী এম আবদুল কাইয়ুম। পরে শুনানির জন্য ২০ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যা মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে গত ১৬ ফেব্রুয়ারি কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গণঅভ্যুত্থানে চট্টগ্রাম মহানগরে ছাত্র-জনতার ওপর তার নেতৃত্বে হামলা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার প্রাথমিক প্রমাণ মিলেছে।
সারাবাংলা/আরএম/এমপি