সিইসি’র সঙ্গে এনসিপির প্রথম বৈঠক আজ
স্টাফ করেসপন্ডন্ট
২০ এপ্রিল ২০২৫ ০৮:৫৯ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১২:২১
২০ এপ্রিল ২০২৫ ০৮:৫৯ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১২:২১
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৈঠক আজ।
রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সিইসির একান্ত সচিব আশরাফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন।
তিনি বলেন, দলটির পক্ষ থেকে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। সিইসি তাদের রোববার ১২টায় সময় দিয়েছেন।
এদিকে এনসিপি দল নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোরে অনুরোধ জানিয়েছে।
আইন অনুযায়ী নিজেদের প্রতীকে নির্বাচন করতে চাইলে সংশ্লিষ্ট দলকে ইসি থেকে নিবন্ধন নিতে হয়। এনসিপি আগামী নির্বাচনে নিজেদের প্রতীকে ভোট করতে চাইলে নিবন্ধন নিতে হবে।
আজ ২০ এপ্রিল দল নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন। আর আজই সিইসি’র বৈঠকে বসছে এনসিপি।
সারাবাংলা/এনএল/এমপি