Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে নতুন ২ বেঞ্চ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ০৯:১২ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১২:২১

বাংলাদেশের সুপ্রিম কোর্ট। ফাইল ছবি।

ঢাকা: বিচারকাজ পরিচালনায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

রোববারের (২০ এপ্রিল) জন্য প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে দেখা যায়, প্রধান বিচারপতির এজলাসে এক নম্বর বেঞ্চে রয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ফারাহ মাহবুব। দুই নম্বর বেঞ্চে বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি একেএম আসাদুজ্জামান রয়েছেন।

এর আগে, ২৪ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তারা হলেন, বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। পরদিন সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সারাবাংলা/আরএম/এমপি

আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচারকাজ পরিচালনা