আজও সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
২০ এপ্রিল ২০২৫ ০৯:২৫ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১২:২১
ঢাকা: সকাল থেকে গুড়ি গুড়ি এক পশলা বৃষ্টি হয়ে গেছে রাজধানী ঢাকায়। বৃষ্টির কারণে বিপাকেও পড়েছিলো স্কুলগামী শিক্ষার্থীরা। যদিও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আবহাওয়া অধিদফতর জানিয়েছে ঢাকাসহ সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি থাকবে আরও দুইদিন। আর এ সময় কম থাকতে পারে তাপমাত্রা।
রোববার (২০ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবারও (২১ এপ্রিল) সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপামাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপামাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
মঙ্গলবারের পূর্বাভাস বলছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন থেকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন বুধবারও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অর্থাৎ চলতি সপ্তাহে বৃষ্টিপাত থাকবে এরপর তাপমাত্রা আরও বাড়তে পারে।
সারাবাংলা/জেআর/এমপি