বায়ুদূষণের শীর্ষে করাচি, ৫ নম্বরে ঢাকা
২০ এপ্রিল ২০২৫ ০৯:৪৭ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১২:২১
ঢাকা: রাজধানী ঢাকার বায়ুদূষণ কিছুটা কমেছে। বিশ্বের বায়ুদূষণ শহরের তালিকার ৫ নম্বরে রয়েছে ঢাকার নাম। আর শীর্ষে রয়েছে পাকিস্তানের দুই শহর করাচি ও লাহোর।
রোববার (১৯ এপ্রিল) সকাল ৬টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক এ তথ্য জানিয়েছে। তথ্যানুযায়ী ঢাকাতে সবচেয়ে দূষণ আজিমপুরের বায়ু।
আইকিউএয়ার এর সূচক অনুযায়ী, ১৮১ স্কোর নিয়ে বায়ুদূষনের শীর্ষে রয়েছে পাকিস্তানের করাচি, দ্বিতীয় ১৫৬ স্কোর নিয়ে করাচির লাহোর, ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে কাঠমান্ডু, একই স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে চীনের বেইজিং। পঞ্চম অবস্থানে বাংলাদেশ। বাংলাদেশের স্কোর ১৫০। যা শনিবার ছিল শীর্ষে। এছাড়া বায়ুদূষণের তালিকায় আরও রয়েছে, কোলকাতা, হাজুই, উজবেকিস্তান, উহান, সাংহাই, দিল্লী, হ্যানয়সহ আরও অনেক দেশ।
আইকিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয় সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১৬০ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সারাবাংলা/জেআর/এমপি