Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা আহত

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১০:৪৫ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১০:৫২

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তের আরিফ সরদার (৩৫) নামে যুবদলের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে হাতিরঝিলের মোড়ল গলিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) ভর্তি করা হয়েছে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে মোড়ল গলিতে এক যুবক রক্তাক্ত অবস্থায় পরে আছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে ওই যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছে, ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। তার মুখের মধ্যে গুলি ঢুকে কপাল দিয়ে বের হয়ে গেছে।

এসআই আরও জানান, ওই যুবক হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। পেশায় ওয়ার্কসোপ কর্মচারী। তবে কে বা কারা তাকে গুলি করেছে। তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত চলছে।

আহত গিয়াসের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। বাবার নাম গিয়াস উদ্দিন সরদার। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন।

সারাবাংলা/এসএসআর/ইআ

যুবদল নেতা আহত হাতিরঝিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর