Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলন্ত অটোরিকশায় ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, ২ নারী দগ্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১১:৩৯ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৩:১২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে চলন্ত অটোরিকশায় ‘পেট্রোল বোমা’ নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। এতে ওই অটোরিকশার যাত্রী দুই নারী গুরুতর দগ্ধ হয়েছেন।

রোববার (২০ এপ্রিল) ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অটোচালকের ভাষ্য।

আহতরা হলেন- লায়লা বেগম (৫০) ও তার পুত্রবধূ ঝরনা বেগম (৩০)। তারা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সিএনজি অটোরিকশার চালক মোহাম্মদ জামি সারাবাংলাকে জানান, তারা রাউজান পৌরসভা থেকে কুতুবদিয়ায় মালেক শাহ হুজুরের মাজারে যাচ্ছিলেন। অটোরিকশায় তিন নারী, দুই পুরুষ ও দুই-আড়াই বছর বয়সী এক শিশু যাত্রী ছিল।

‘ফজরের আজানের পরপর গাড়ি আতুরার ডিপো পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে মুখোশ পরা দুর্বৃত্তরা পেট্রোল বোমার মতো দুটি বোতল ছুঁড়ে মারে। একটি গাড়ির পেছনে পড়লে আগুন ধরে যায়। দুজন মহিলা যাত্রীর গায়ে আগুন লাগে। আমি দ্রুত গাড়ির আগুন বোতলের পানি দিয়ে নিভিয়ে ফেলি।’

হামলাকারীরা সংখ্যায় তিন জন ছিলেন এবং তারা মোটর সাইকেলে আসে বলে দাবি অটোরিকশা চালকের।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক সারাবাংলাকে জানান, আগুনে দগ্ধ দুই মহিলাকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আনয়নকারীদের তথ্য অনুযায়ী, তারা দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।

সারাবাংলা/আরডি/এমপি

দগ্ধ নারী পেট্রোল বোমা নিক্ষেপ