Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১২:৩১

মৃত স্বাধীন হোসেন (২৪)

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। রোববার (২০ এপ্রিল) সকালে উপজেলার নন্দলালপুরে একটি আমগাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বাধীন হোসেনের (২৪) মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্বাধীন হোসেন নন্দলালপুর ইউনিয়নের নন্দলালপুর মাঠপাড়া এলাকার আকমল হোসেনের ছেলে ও সে পেশায় সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে সোন্দাহ নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমগাছের ডালে স্বাধীন হোসেন ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ সারাবাংলাকে জানান, সকালে একজন নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে অপমৃত্যু একটি মামলা হয়েছে।

সারাবাংলা/এনজে

উদ্ধার নৈশ প্রহরী মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর