Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসি’র সঙ্গে এনসিপির বৈঠক শুরু

‎স্টাফ করেসপন্ডন্ট
২০ এপ্রিল ২০২৫ ১২:৪০ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৫:৪২

এএমএম নাসির উদ্দিনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠকটি শুরু হয়েছে। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠকটি শুরু হয়েছে।

‎রোববার (২০ এপ্রিল) দুপুর ১২ টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করে।

প্রতিনিধি দলের আরও উপস্থিত আছেন, অনিক রায় (যুগ্ম আহবায়ক), খালেদ সাইফুল্লাহ (যুগ্ম আহবায়ক), মুজাহিদুল ইসলাম শাহিন (যুগ্ম আহবায়ক) ও তাজনূভা জাবীন (যুগ্ম আহবায়ক)।

‎‎জানা গেছে, বৈঠকে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানান বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

‎এদিকে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এনসিপি দল নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোরে অনুরোধ জানিয়েছে।

‎আইন অনুযায়ী, নিজেদের প্রতীকে নির্বাচন করতে চাইলে সংশ্লিষ্ট দলকে ইসি থেকে নিবন্ধন নিতে হয়। এনসিপি আগামী নির্বাচনে নিজেদের প্রতীকে ভোট করতে চাইলে নিবন্ধন নিতে হবে।

‎আজ ২০ এপ্রিল নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এমপি

এএমএম নাসির উদ্দিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান নির্বাচন কমিশন (সিইসি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর