সিইসি’র সঙ্গে এনসিপির বৈঠক শুরু
২০ এপ্রিল ২০২৫ ১২:৪০ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৫:৪২
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠকটি শুরু হয়েছে।
রোববার (২০ এপ্রিল) দুপুর ১২ টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করে।
প্রতিনিধি দলের আরও উপস্থিত আছেন, অনিক রায় (যুগ্ম আহবায়ক), খালেদ সাইফুল্লাহ (যুগ্ম আহবায়ক), মুজাহিদুল ইসলাম শাহিন (যুগ্ম আহবায়ক) ও তাজনূভা জাবীন (যুগ্ম আহবায়ক)।
জানা গেছে, বৈঠকে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানান বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এনসিপি দল নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোরে অনুরোধ জানিয়েছে।
আইন অনুযায়ী, নিজেদের প্রতীকে নির্বাচন করতে চাইলে সংশ্লিষ্ট দলকে ইসি থেকে নিবন্ধন নিতে হয়। এনসিপি আগামী নির্বাচনে নিজেদের প্রতীকে ভোট করতে চাইলে নিবন্ধন নিতে হবে।
আজ ২০ এপ্রিল নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন।
সারাবাংলা/এনএল/এমপি
এএমএম নাসির উদ্দিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান নির্বাচন কমিশন (সিইসি)