Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতীয় ঐকমত্য কমিশনকে বিএনপি সিরিয়াসলি সহযোগিতা করছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৩:০৩ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৫:৪১

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদসহ অনান্যরা।

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের রাষ্ট্র সংস্কারের উদ্যোগে বিএনপি ‘সিরিয়াসলি’ সহযোগিতা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ।

রোববার (২০ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সব বিষয়ে স্বচ্ছতার সঙ্গে, আন্তরিকতা সঙ্গে এবং সিরিয়াসলি সংস্কার কার্যক্রমে সহযোগিতা করছি। আজকের বৈঠকে নির্বাচন, জনপ্রশাসন ও দুর্নীতি দমন সংস্কার কমিশনসহ সব বিষয়ে আলোচনা হবে।’

তিনি বলেন, ‘‘আজকে পাঁচ কমিশনের প্রতিবেদনের ওপর আলোচনা শেষ করা যাবে বলে আশা করছি। আমরা সংবিধানের যে পর্যায় থেকে আলোচনা শেষ করেছিলাম, ওই পর্যায় থেকে আলোচনা শুরু করব। এরপর বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থাসহ বাকি দুটি কমিশনের ওপর আলোচনা শেষ করে আশা করছি বিকেলের মধ্যে সভা শেষ করতে পারব।’

গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সংলাপের বিষয়ে বিএনপির দলীয় ফোরামে আলোচনা হয়েছিল জানিয়ে সালাহউদ্দিন বলেন, বিষয়গুলো জাতীয় ঐকমত্য কমিশনকে জানানো হবে।

সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/ইআ

জাতীয় ঐকমত্য কমিশন বিএনপি সালাহউদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর