সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ওপর সেনাবাহিনীর লাঠিচার্জ
২০ এপ্রিল ২০২৫ ১৪:০৩ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৫:৪১
সুনামগঞ্জ: সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রুত হাসপাতাল চালু ও শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ব্যবস্থাসহ দুই দফা দাবিতে ক্লাস বর্জন করে আবারও সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মেডিকেল কলেজের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করে দিতে লাঠিচার্জ করে সেনাবাহিনী।
রোববার (২০ এপ্রিল) সকাল থেকে মেডিকেল কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে দুই পাশে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে তারা।
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে দুই পাশে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ শুরুর ৫ মিনিটের ভিতরে প্রথমে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সড়ে যেতে অনুরোধ করে কিন্তু পুলিশের কথা তুয়াক্কা না করে তাদের দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি চালাতে থাকে শিক্ষার্থীরা। এতে এক পর্যায়ে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে শতাধিকের ওপর যানচলাচল আটকে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে প্রথমে শিক্ষার্থীদের রাস্তা থেকে সড়ে যেতে বলে এবং নির্ধারিত ৫ মিনিট সময় বেধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা সড়ক থেকে সড়ে না যাওয়ায় লাঠি চার্জ শুরু করে সেনাবাহিনী। এতে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের কলেজ কম্পাসের ভেতরে ঢুকিয়ে সামনের গেট তালা দিয়ে দেয় সেনাবাহিনীরা। পরে সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ভূয়া ভূয়া বলে স্লোগান শুরু করে।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন পৃত্থীরাজ বলেন, ‘আমরা আমাদের ও সুনামগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে আন্দোলনে নেমেছিলাম। কিন্তু সেনাবাহিনী এসেই আমাদের শিক্ষার্থীদের লাঠিচার্জ শুরু করে। শিক্ষার্থীদের ওপর হাত তোলার অধিকার সেনাবাহিনীকে দিয়েছে কে।’
সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মেজবাহ বলেন, ‘আমরা প্রথমে এসে শিক্ষার্থীদের বুঝিয়েছি। পরে বল প্রয়োগ করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে পাঠিয়েছি।’
সারাবাংলা/এমপি