Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৫:৩৫

যুবলীগ নেতার বাড়ি থেকে উদ্ধার করা অস্ত্র।

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে আলাউদ্দিন (৩৬) নামে এক যুবলীগ নেতার বাড়ি থেকে ২টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) দুপুরে দুইটি অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান।

এর আগে, শনিবার (১৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৯নং নবীপুর ইউপির ৭নং ওয়ার্ড দেবীসিংহপুরে ভূঁইয়া বাড়ি থেকে ওই অস্ত্র দুইটি উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, সেনবাগ সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ারের নেতৃত্বে সেনাবাহিনী ও সেনবাগ থানা পুলিশ নবীপুর ইউনিয়ন যুবলীগ নেতা আলাউদ্দিনের বাড়িতে যৌথ অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে আলাউদ্দিন পালিয়ে যায়। এ সময় অভিযান চালিয়ে তার রান্না ঘরে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে মোড়ানো অবস্থায় দুইটি অবৈধ লোকাল গান (এলজি) উদ্ধার করা হয়।

আলাউদ্দিন দেবী সিংহপুর ভূঁইয়া বাড়ির মৃত ছানা উল্লার ছেলে ও ইউনিয়ন যুবলীগের নেতা।

৩৩ পদাতিক ডিভিশনের সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার জানান, আলা উদ্দিনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র কেনা-বেচাসহ সেনবাগ থানায় অস্ত্র ও মাদকের আটটি মামলা রয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান জানান, অস্ত্র দুইটি সেনবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনজে

অস্ত্র উদ্ধার নেতা যুবলীগ

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর