Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে অটোরিকশাচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৪:৪২

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ঠাকুরগাঁও। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে অটোরিকশা স্টার্ট দিতে গিয়ে অটোর নিচে চাপা পড়ে চার বছরের এক শিশু নিহত হয়েছে।

রোববার (২০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বান্দিগড় বানিয়াপাড়া দানারহাট গ্রামে শিশুটির বাড়ির সামনেই এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত শিশু মো. আনাস ঠাকুরগাঁও সদর উপজেলার বান্দিগড় দানারহাট গ্রামের জালালের ছেলে।

নিহতের পরিবার জানায়, বাড়ির পাশে এক প্রতিবেশী অটোরিকশা দাঁড় করিয়ে রেখেছিল। শিশুটি হঠাৎ অটোরিকশায় উঠে গাড়িতে থাকা চাবি দিয়ে স্টার্ট দিলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উলটে যায়। এ সময় শিশু আনাস অটোর নিচে চাপা পড়ে। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মো. নুরুজ্জামান জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

অটোরিকশাচাপায় শিশু নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর