রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
২০ এপ্রিল ২০২৫ ১৫:৩০ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৬:১৪
ঢাকা: রাজধানীর ফকিরাপুলে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (২০) সকাল সোয়া ১১টার দিকে গরম পানির গলির একটি বাড়ির চতুর্থ তলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—কামরুন্নেসা রোজিনা (৪৫), তার ছেলে রিয়াজ হোসেন (২১) এবং তার বোন কুলসুমা আক্তার (৩০)।
তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ভাড়াটিয়া ইব্রাহিম খলিল জানান, দুই বোনই তালাকপ্রাপ্ত এবং চতুর্থ তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তারা বাসায় রান্না করে বিভিন্ন মেসে খাবার সরবরাহ করতেন। সকালে দুটি চুলায় রান্নার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই তিনি বাসায় গিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খলিল আরও জানান, বাসাটিতে আগে তিতাসের গ্যাস সংযোগ থাকলেও বছরখানেক আগে তা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর থেকে তারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার থেকে গ্যাস লিক করে এই বিস্ফোরণ ঘটেছে।
দগ্ধ পরিবারের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। রিয়াজ রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের অনার্সের ছাত্র।
জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ফকিরাপুল থেকে তিন জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে কুলসুমার শরীরের ১২ শতাংশ, রোজিনার ২ শতাংশ, এবং রিয়াজের ১৫ শতাংশ হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক জানান, ফকিরাপুলে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনায় তিন জন দগ্ধ হয়েছেন বলে তিনি জানান।
সারাবাংলা/এসএসআর/ইআ