Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীর লাশ ময়নাতদন্তে নারী চিকিৎসক কেন নয়: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৫:৩৮ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:১১

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: নারী চিকিৎসক দিয়ে নারীর লাশ ময়নাতদন্তে নীতিমালা তৈরির কেন নির্দেশনা দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২০ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ড. আক্তার হামিদ ও মো. জুয়েল আজাদ।

এর আগে, ১০ মার্চ এ নিয়ে একটি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুয়েল আজাদ। এতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, একই অধিদফতরের মহাপরিচালককে (সাধারণ শিক্ষা) বিবাদী করা হয়।

রিটে নারী চিকিৎসক ও প্যারামেডিকস দিয়ে নারীর লাশ ময়নাতদন্তের জন্য নীতিমালার তৈরি করতে সংশ্লিষ্টদের ব্যর্থতা এবং নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়।

একইসঙ্গে জেলাপর্যায়ে ময়নাতদন্তের জন্য নারী কর্মীদের সঙ্গে নারী চিকিৎসক নিয়োগে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ কেন নেয়া হবে না জানতে চেয়েও রুলের আর্জি জানানো হয়।

গত ৩ মার্চ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে আবেদন করা হয়। কিন্তু কোনো সাড়া না পেয়ে রিট করা হয়।

সারাবাংলা/আরএম/ইআ

নারীর লাশ ময়নাতদন্ত হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর