Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একনেকে ২৪ হাজার ২৪৭ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৫:৫৩ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৬:০২

রোববার রাজধানীর আগারগাঁওস্থ শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস – (ছবি: সংগৃহীত)

ঢাকা: চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বে টার্মিনাল নির্মাণসহ ১৬টি প্রকল্পের অনুমোদন দেয়া দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে মোট ব্যয় হবে ২৪ হাজার ২৪৭ কোটি টাকা।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওস্থ শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

সভাশেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্পসহ ১৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেক বৈঠকে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ টাকা।

পায়রা সমুদ্র বন্দর ব্যর্থ হয়েছে- এমন মন্তব্য করে তিনি বলেন, এটা সমুদ্র বন্দরও হবে না, খালের বন্দরও হবে না।

সারাবাংলা/আরএস

একনেক সভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর