চবি শিক্ষার্থীদের উদ্ধার ও ধর্ষকের বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ
২০ এপ্রিল ২০২৫ ১৫:৫৯ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৬:০২
খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা শহরের গিরিফুল এলাকা থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পড়ুয়া অপহৃত ৫ শিক্ষাথীর নিঃশর্ত মুক্তি এবং রাঙ্গামাটির কাউখালীতে পাহাড়ি ছাত্রীর ধর্ষকের বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র-ছাত্রীরা।
খাগড়াছড়ি আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের শাপলা চত্বর, আদালত সড়ক হয়ে কোট চত্বরে গিয়ে শেষ হয়।
তুষন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি সুজন চাকমা ঝিমিট, বাংলাদেশ মারমা ষ্টুডেন্ট কাউন্সিলর উক্যনু মারমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা, চবির সাবেক শিক্ষাথী রহেল চাকমা, শিক্ষাথী মায়া চৌধুরীসহ বিভিন্ন পযায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা অভিলম্বে অপহৃতদের নিঃশর্ত মুক্তি এবং ধর্ষকের বিচারের দাবি জানিয়ে বলেন, ইউপিডিএফ শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উস্কানি দিয়ে অপহরণ বানিজ্য শুরু করেছে। তারা এ ঘৃণ্য তৎপরতা থেকে ইউপিডিএফ কে বের হয়ে আসার আহ্বান জানান।
সারাবাংলা/এনজে