Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর, কুমিল্লা ও নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

সারাবাংলা ডেস্ক
২০ এপ্রিল ২০২৫ ১৬:৪২

রংপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও ছয় দফা বাস্তবায়নের দাবিতে রংপুর, কুমিল্লা ও নওগাঁয় বিক্ষোভ-সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

রোববার (২০ এপ্রিল) সকালে কুমিল্লায় ও দুপুরে রংপুর ও নওগাঁয় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

রংপুর: জুনিয়র ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের প্রমোশনের হাইকোর্টের রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাকটর পদবি পরিবর্তন এবং ওই মামলার সঙ্গে সম্পৃক্ত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করাসহ ছয় দফা দাবিতে রংপুরে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

দুপুরে রংপুর পলিটেকনিকের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এসে জড়ো হোন। এ সময় তারা ৬ দফা দাবি পূরণে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। ছোট ছোট মিছিল নিয়ে আন্দোলনে একত্রিত হোন বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরাও। এ সময় কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।

শিক্ষার্থীরা জানান, তাদের যৌক্তিক আন্দোলন দীর্ঘ আট মাস ধরে সরকার আমলে নিচ্ছেন না। খুব শিগগিরই দাবি পূরণ করা না হলে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচিতে দেওয়া হবে। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসলে লংমার্চ টু ঢাকা কর্মসূচি পালন করার ঘোষণা বাস্তবায়ন হবে।

নওগাঁ: শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এর আগে তারা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরেই ছয় দফা দাবিতে আন্দোলন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এখনো মন্ত্রণালয়ের পক্ষে কোনো উদ্যোগ দেখা যায়নি। যৌক্তিক দাবিগুলোকে দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হচ্ছে। তাই দ্রুত দাবিগুলো দাবি না মানলে
সারাদেশে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন

কুমিল্লায় শিক্ষার্থীদের আন্দোলন

কুমিল্লা: ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা জেলার সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সারাবাংলা/এসআর

কুমিল্লা নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর শিক্ষার্থীদের বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর