‘বিগত ফ্যাসিবাদের পুরনো নির্বাচনি ব্যবস্থায় নির্বাচনে যেতে চাই না’
২০ এপ্রিল ২০২৫ ১৬:১০ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২০:৪৮
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ঐক্যমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচন করতে হবে। পুরনো ব্যবস্থায় নির্বাচনে যেতে চাই না। তাই আমাদের চাওয়া ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের পরই বর্তমান কমিশন নির্বাচনের সব ধরনের কাজ এগিয়ে নেবে।’
রোববার (২০ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দফতরে বৈঠক শেষে এ কথা বলেন নাসিরউদ্দীন পাটওয়ারী।
এ সময় তিনি আরও বলেন, ‘বিগত নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছি।’ তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে আশ্বস্ত করেছেন।
দুই ঘণ্টা ব্যাপী এ বৈঠক শেষে নাসির উদ্দীন পাটওয়ারী জানান, মনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া, দল নিবন্ধন নবায়ন, দল নিবন্ধনের সময় বাড়ানো, ঋণেখেলাপি ও হলফনামায় ভুল তথ্য দিলে সদস্যপদ বাতিলসহ অন্তত দশটি দাবি প্রধান নির্বাচন কমিশনারে কাছে তুলে ধরেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
তিনি বলেন, ‘সাংবাধিানিক প্রতিষ্ঠান হিসেবে আমরা অনেকগুলো কথা ইসি থেকে শুনতে পাই। যেগুলো আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুনিনি। রোডম্যাপের কথা শুনিনি, ইসি থেকে এসেছে। এজন্য আমরা বলবো কোনো জায়গায় কথা বলার জন্য ইসি নিজেদের জায়গায় সতর্ক থাকবেন।’ প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সে বিষয়ে কাজ শুরু করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
নাসিরউদ্দীন বলেন, ‘কিন্তু রোডম্যাপ বা সরকার থেকে কোনো দিকনির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কথা বলে থাকেন সেজন্য আমরা সন্দেহ পোষণ করি।’
এনসিপি’র মুখ্য সমন্বয়ক আরও জানান, ইসি পুনর্গঠন নির্ভর করে ঐকমত্য কমিশনের উপর। ১৭ এপ্রিলর চিঠিতে সংস্কারের বিষয়গুলো ফোকাস করা হয়েছে। তিনি বলেন, ‘সংস্কারের মাধ্যমে যেন নতুন নির্বাচন আসে, ইসি যেন সেদিকে ধাবিত হন জনদাবির মুখে। সেটা যেন হয় তা জানিয়েছি।’
মৌলিক সংস্কারসহ ইসির পুনর্গঠন চেয়েছেন সেক্ষেত্রে বর্তমান ইসির পুনর্গঠন বা বর্তমান ইসির প্রতি আস্থা আছে কিনা? এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বরাবরই বলেছিলাম, ২০২২ এর আইনে (সিইসি ও ইসি নিয়োগ) বিএনপিসহ সবগুলো দলই বিরোধিতা করেছিল কারণ ফ্যাসিস্ট সরকার সে নিয়মগুলো বানিয়েছিল। এর অধীনে এ ইলেকশনটা না হয়ে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে নতুন বাংলাদেশে যেন নির্বাচন হয় সে বিষয়ে বলেছি।’
বৈঠকে ভোটের সময়কাল নিয়ে সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়নি বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে এনসিপি মূখ্য সমন্বয়ক বলেন, ‘আমরা স্পেসিফিক বলেছিলাম, ২০২২ সালের যে আইনে সার্চ কমিটির মাধ্যমে যে প্রক্রিয়া আমরা ওই প্রক্রিয়ার বিরোধিতা করি। যাতে সংস্কারের মধ্য দিয়ে, একটা সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে যদি ঐকমত্য কমিশন সম্মত হয়, তারা যদি এ বিষয়ে ব্যবস্থা নেয়। তার পরবর্তীতে যদি হয় এটা সরকারের সিদ্ধান্ত।’
‘যারা কমিশনার রয়েছেন, সে বিষয়ে না, আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখি। সাংবিধানিক প্রতিষ্ঠান আকারে সরকার, ঐকমত্য কমিশন থেকে ডিসিশন আসে সে বিষয়ে ইসি পুনর্গঠন হলে আমরা দেখব। যদি না হয় তখন এ বিষয়ে কমেন্ট করবো।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘(সিইসি ও ইসি নিয়োগ) ২০২২ এর আইন রয়েছে আমরা পূর্বে জানিয়েছিলাম, আইনটা অবৈধ। অন্যান্য দলও জানিয়েছে অবৈধ। সে আইনের অধীনেই হয়েছে বর্তমান ইসি। আমরা এ আইনের বিরোধিতা করি। কিন্তু এখন যারা আছেন, তাদেরকে সংস্কার প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। ঐকমত্য কমিশনের রিপোর্ট আসার পরে যদি উনারা থাকতে পারলে থাকবে; না থাকতে পারলে থাকবে না। এটা ঐকমত্য কমিশনের রিপোর্টের উপর নির্ভর করবে। কারো প্রতি কোনো অবজেনকশন নেই, সাংবিধানিক প্রতিষ্ঠান ঐকমত্য কমিশনের রিপোর্টের অনুযায়ী হোক।’
তিনি বলেন, ‘ডেমোক্রেটিক পদ্ধতির মধ্য দিয়ে যাওয়ার জন্য ইলেকশন রিফর্ম অতি জরুরি। বর্তমানে যে প্রক্রিয়া রয়েছে, ঐকমত্য কমিশনের রিপোর্টটা আসার পরে, সিদ্ধান্তগুলো হওয়ার পরে সে অনুযায়ী ইসি পরিচালিত হয় তাহলে বাংলাদেশে সুন্দর নির্বাচন হবে। বর্তমান ব্যবস্থায় অনেক সংস্কার জরুরি। অনেক বিষয়ে ইসি সম্মত হয়েছে, আইনগুলো ঐকমত্য কমিশনের হয়ে আসতে হবে।’
বদিউল আলম মজুমদারের নেতৃত্বে গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনের কথা তুলে ধরেন নাসির উদ্দীন পাটওয়ারী।
এ সময় মুখ্য সমন্বয়ক বলেন, ‘আমরা তাদের জানিয়েছিলাম, সংস্কারের প্রত্যেকটি রিপোর্টের পাতা বাই পাতা, ওয়ঢার্ড বাই ওয়ার্ড, প্রয়োগের মরধ্য দিয়ে আগামী একটি নির্বাচনে যেতে হবে। সংস্কার সুপারিশের প্রতিটি লাইন এসেছে সেগুলো নিয়ম, নীতির মধ্য দিয়ে প্রায়োগিক আকারে বাংলাদেশকে সে দিকে যাত্রা শুরু করতে হবে।’
’সিইসি একমত হয়েছেন। ঐকমত্য কমিশনের সঙ্গে ঐক্যমত পোষণ করে, না হলে আমরা আস্থা পোষণ করতে পারবো না।’
সারাবাংলা/এনএল/এসডব্লিউ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী