Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় জয় বাংলা স্লোগান দেওয়ায় আটক ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৬:২৫

জয় বাংলা স্লোগান দেওয়া রাশেদুল ইসলাম।

নওগাঁ: জয় বাংলা স্লোগান দেওয়ায় নওগাঁয় বদলগাছীতে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বালুভরা বাজারে এ ঘটনা ঘটে।

জয় বাংলা স্লোগান দেওয়া ওই ব্যক্তির নাম রাশেদুল ইসলাম (২৮)। তিনি উপজেলার বালুভরা ইউনিয়নের খলশি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে হঠাৎ করে নিজ এলাকা বালুভরা বাজারে জয় বাংলা স্লোগান দিয়ে ওঠে রাশেদুল। এরপর স্থানীয়রা জয় বাংলা স্লোগান দিতে নিষেধ করলেও সে তোয়াক্কা না করে স্লোগান দিতে থাকে। পরে স্থানীয় জনগণ গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রাশেদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।

বদলগাছী থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী জানান, গত শনিবার সন্ধ্যায় রাশেদুল ইসলাম নামে এক যুবক বালুভরা বাজারে হঠাৎ জয় বাংলা স্লোগান দেয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে তাকে বালুভরা বাজার থেকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের সামনেই জয় বাংলা স্লোগান দিতে থাকে সে। এছাড়াও সে আরও জানায় যতদিন বাঁচবে জয় বাংলা স্লোগান দিবে।

আজ (রোববার) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

জয় বাংলা স্লোগান দেওয়ায় আটক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ