২ যুগ পর এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত
২০ এপ্রিল ২০২৫ ১৬:৫৩
পাবনা: প্রায় দুই যুগ পর পাবনার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও পাবনা জেলা শাখার উদ্যোগে সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলকে ঘিরে দুই হাজার ২০০টি ফরম বিতরণ করা হয়। তার মধ্যে থেকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে দুই হাজার দুই জনকে। যারা ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন। সভাপতি পদে চারজন ও সাধারণ সম্পাদক পদে দশজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।
কাউন্সিলে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত রয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল।
সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। স্বাচ্ছন্দে ভোট দিতে পেরে আনন্দ উল্লাসে মেতেছে সাধারণ শিক্ষার্থীরা।
সারাবাংলা/ইআ