Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ দিনের সফরে সোমবার কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৭:০৬ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৯:২৩

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে সোমবার (২১ এপ্রিল) কাতারের রাজধানী দোহার যাচ্ছেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ এ অংশ নেবেন।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে।

এ ছাড়াও দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের চার জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। চার ক্রীড়াবিদ হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

সারাবাংলা/জিএস/ইআ

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতার সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর