জাতিসংঘকে আরও বাংলাদেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
২০ এপ্রিল ২০২৫ ১৮:০৭ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৯:২২
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি সাক্ষাৎ। ছবি: পিআইডি
ঢাকা: আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জিন-পিয়ের ল্যাক্রোইক্সের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। এ সময় তিনি জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহবান জানিয়েছেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি একটি বিষয়কে উৎসাহিত করি, তা হলো শান্তিরক্ষা মিশনে আরও বাংলাদেশি নারীদের অংশগ্রহণ।’ এ সময় জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল শান্তিরক্ষায় নারীদের আরও সম্পৃক্ত করার জাতিসংঘের নীতি তুলে ধরেন।
উল্লেখ্য, বর্তমানে ১১টি সক্রিয় মিশনের মধ্যে ১০টিতে ৫ হাজার ৬৭৭ জন শান্তিরক্ষী নিয়ে বাংলাদেশ ধারাবাহিকভাবে শীর্ষ তিনটি সেনা/পুলিশ অবদানকারী দেশের (টিপিসিসি) মধ্যে স্থান করে নিয়েছে।
জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল বলেন, ‘আমরা নারীদের নির্দিষ্ট ভূমিকায় সীমাবদ্ধ রাখতে চাই না। জাতিসংঘ শান্তিরক্ষার সবক্ষেত্রে নারীদের নিয়োগে সমর্থন করবে।’
প্রয়োজনে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েনের জন্য বাংলাদেশের প্রস্তুতি ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। তিনি শান্তিরক্ষা সক্ষমতা প্রস্তুতি ব্যবস্থায় (পিসিআরএস) দ্রুত স্থাপনা স্তরে পাঁচটি ইউনিটের বাংলাদেশের প্রতিশ্রুতির ওপর জোর দেন।
প্রফেসর ইউনূস জাতিসংঘ শান্তিরক্ষা নেতৃত্বে সদর দফতর এবং মাঠ পর্যায়ে বাংলাদেশি প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষেও কথা বলেন। জাতিসংঘ কর্মকর্তা বলেন যে, তারা এই ক্ষেত্রেও বাংলাদেশকে সমর্থন করবেন।
সারাবাংলা/জিএস/পিটিএম
অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ নারী প্রধান উপদেষ্টা শান্তিরক্ষী মিশন