Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসি’র সঙ্গে বৈঠকে এনসিপির যত দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৭:২৮ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৯:২২

রোববার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী

ঢাকা: ‎বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা অনিয়মে জড়িত ছিল তাদের বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২০ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী এ দাবি জানান। ‎নির্বাচন কমিশনের সঙ্গে এটি ছিল এনসিপি’র প্রথম বৈঠক।

বৈঠক শেষে সাংবাদিকদের ‎তিনি বলেন, আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। এ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনকেও সংস্কারের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়েছে।

‎‎নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, গত তিনটি নির্বাচনে যে সব কর্মকর্তারা অনিয়মে জড়িত ছিলেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গত ১৫ বছরে যেসব ব্যক্তি জড়িত ছিলেন, তাদেরও যথাযথ আইনি ব্যবস্থার আওতায় আনতে হবে। ‎এতে পরবর্তীতে ইসিকে শাস্তির আওতায় আনা যাবে। এছাড়া গেজেট প্রকাশের আগে ও নির্বাচনের ৪৮ ঘণ্টার মধ্যে সার্টিফিকেশন দিতে হবে যে, নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হয়েছে।

তিনি বলেন, অতীতে ঋণখেলাপিদের ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। আমরা বলেছি, এসব বিষয় তদন্ত করে আইনি নিষ্পত্তি করতে হবে। এছাড়া আমরা চাই গ্রামীণ পর্যায়ে মসজিদের ইমাম, স্কুলের শিক্ষকও যেন পার্লামেন্টে যেতে পারেন, সে ব্যবস্থা করা হোক।

‎বৈঠকে আরও যেসব দাবি তুলে ধরা হয়, সেগুলো হচ্ছে- মনোনয়নপত্র জমা দিতে সশরীরে আসার বিধান; ৪৮ ঘণ্টার মধ্যে ইসি থেকে নির্বাচনের সার্টিফিকেশন দেওয়া; প্রার্থীদের হলফনামা তদন্ত করে এর সত্যতা নিরূপণ করা; নির্বাচনী সহিংসতা রোধে আচরণবিধি ও ব্যয়ের বিধিতে পরিবর্তন আনা; ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়া বন্ধ করা, হলফনামায় ভুল তথ্য থাকলে প্রার্থীর প্রার্থিতা বাতিল ও নির্বাচিত হলেও যেন তারা সংসদে থাকতে না পারে- সেই ব্যবস্থা করা;
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা; রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সময় বাড়ানো; রাজনৈতিক দলগুলোতে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা।

বিজ্ঞাপন

‎‎এসব দাবি বাস্তবায়ন না হলে নির্বাচনে যাওয়া ও ভোটাধিকার প্রয়োগ সম্ভব হবে না- বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

‎সারাবাংলা/এনএল/আরএস

জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর