Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ফেনীর যুবলীগ নেতাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৮:৪৭ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৮:৫০

গ্রেফতার দুই যুবলীগ নেতাকর্মী।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় কোতোয়ালী থানা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (১৯ এপ্রিল) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন- নাহিয়ান মামুন চৌধুরী (২৮) ও সাইমন চৌধুরী (২৩)। এর মধ্যে নাহিয়ান মামুন চৌধুরী ফেনী পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং একইসঙ্গে তিনি পৌরসভা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদকের দায়িত্বে আছেন। অন্যদিকে সাইমন চৌধুরী নগরীর বায়েজিদ বোস্তামি থানা যুবলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেফতার যুবলীগ নেতা নাহিয়ানের বিরুদ্ধে কোতোয়ালী থানায় গত বছরের ২৩ আগস্ট একটি হত্যাচেষ্টা মামলা রুজু হয়েছিল। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ফেনীতে পাঁচটি হত্যা, একটি অস্ত্রসহ মোট ১০টি মামলা আছে।

অন্যদিকে সাইমনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে ৮ এপ্রিল মামলা দায়ের করেছিল পুলিশ। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাবাংলা/আইসি/এনজে

গ্রেফতার নেতা যুবলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর