রাজনৈতিক দল নিবন্ধনের সময় ২ মাস বাড়ল
২০ এপ্রিল ২০২৫ ১৮:৫৫ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৯:০০
ঢাকা: ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময় ২২ জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন।
রোববার (২০ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার এ পর্যন্ত ৭টি নিবন্ধনের জন্য আবেদন করেছে। ২০টি দল সময় বাড়ানোর আবেদন করেছে।
ইসি সচিব বলেন, ”এ পরিপ্রেক্ষিতে ২২ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। “
এদিকে, রোববার ছিল এবারের দল নিবন্ধন আবেদনের শেষ সময়।
ডিসেম্বরে ভোটের লক্ষ্য ধরে ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন-ইসি।
নিবন্ধনের আবেদন ও সময় বাড়ানোর দাবি নিয়ে অন্তত তিন ডজন আবেদন নির্বাচন কমিশনে জমা পড়েছে।
ঘোষিত সময় ২০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করে বিকেল পাঁচটার পর সিইসি এএমএম নাসির উদ্দিন কমিশন সার্বিক বিষয় বিবেচনা করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
সারাবাংলা/এনএল/আরএস