Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক দল নিবন্ধনের সময় ২ মাস বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৮:৫৫ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৯:০০

‎ঢাকা: ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময় ২২ জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন।‎

রোববার (২০ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

‎তিনি জানান, বৃহস্পতিবার এ পর্যন্ত ৭টি নিবন্ধনের জন্য আবেদন করেছে। ২০টি দল সময় বাড়ানোর আবেদন করেছে।

‎ইসি সচিব বলেন, ‎”এ পরিপ্রেক্ষিতে ২২ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। “‎

এদিকে, রোববার ছিল এবারের দল নিবন্ধন আবেদনের শেষ সময়।

ডিসেম্বরে ভোটের লক্ষ্য ধরে ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন-ইসি।

নিবন্ধনের আবেদন ও সময় বাড়ানোর দাবি নিয়ে অন্তত তিন ডজন আবেদন নির্বাচন কমিশনে জমা পড়েছে।

‎ঘোষিত সময় ২০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করে বিকেল পাঁচটার পর সিইসি এএমএম নাসির উদ্দিন কমিশন সার্বিক বিষয় বিবেচনা করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

‎ ‎‎ ‎ ‎সারাবাংলা/এনএল/আরএস

দল নিবন্ধন নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর