সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের বাড়ির পাশের পুকুর থেকে ৩৬টি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) দুপুরে নকিপুর গ্রামের পুকুর থেকে হাসুয়াগুলো উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৬টি হাসুয়া উদ্ধার করা হয়েছে। হাসুয়াগুলো কে বা কারা পুকুরে রেখেছিল সে তথ্য উদঘাটনে অনুসন্ধান চলছে।