Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পৃথিবীর বিষফোঁড়া’ ইসরায়েলকে প্রতিরোধ করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৯:৩৩

ন্যাপের কার্যালয়ে ‘মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইন’ এর প্রতিনিধিরা।

ঢাকা: ইসরায়েলকে ‘পৃথিবীর বিষফোঁড়া’ আখ্যা দিয়ে বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ‘১৯৪৮ সালে অবৈধভাবে গঠিত রাষ্ট্র ইসরায়েলকে বাংলাদেশ কিংবা ফিলিস্তিনের জনগণ স্বীকৃতি দেয়নি। সারা দুনিয়ার জন্য ইসরায়েল একটি বিষফোঁড়া। এই বিষফোঁড়াকে প্রতিরোধ করতে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে।’

রোববার (২০ এপ্রিল) দুপুরে গুলশানে ন্যাপের কার্যালয়ে ‘মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইন’ এর প্রতিনিধি আল্লামা সৈয়দ হাসান আল আযহারী ও মুহাম্মদ শফিক আল মুজাদ্দেদীর কাছ থেকে ‘মাস গ্যাদারিং ফর প্যালেসটাইন’ মহাসমাবেশে যোগদানের আমন্ত্রণপত্র গ্রহণের সময় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আগামী ২৬ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ হবে।

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের ঐতিহাসিক অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘মহাকবি আল্লামা ইকবাল ও মোহাম্মদ আলী জিন্নাহ বেলফোর ঘোষণা ও ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করেছিলেন। বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে ইউরোপ থেকে ইহুদি সেটলার আমদানি থেকে শুরু করে ১৯৪৮ সালের ১৪মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন। এমনকি স্বাধীনতার পর বাংলাদেশও সেই অবস্থান বজায় রেখেছে।’

তিনি বলেন, ‘আমরা গাজাকে মুক্ত ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার আগ পর্যন্ত কোনোভাবেই থেমে যাব না। হয় আমরা ফিলিস্তিনকে স্বাধীন করব; নয়তো ফিলিস্তিনি শিশুদের মতো শাহাদাতকে হাসিমুখে বরণ করে নেব। মুসলমানদের জন্য আর কোনো বিকল্প পথ নেই। ন্যাপ’র প্রতিষ্ঠাতা মজলুম জননেতা মওলানা ভাসানী, জাতীয় নেতা শশিউর রহমান যাদু মিয়া ও জননেতা শফিকুল গানি স্বপনের পথ ধরে বাংলাদেশ ন্যাপ সব সময়ই স্বাধীন ফিলিস্তিনের পক্ষে।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মো. আসাদুজ্জামান, অর্থ সম্পাদক প্রত্তুত কুমার রায় প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ন্যাপ

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর