Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২০:৪৭

গ্রেফতার ৫ আসামি।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মো. হারুনুর রশিদ (৫৫), ছাত্রলীগের যাত্রাবাড়ী থানার ৫০ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর ইসলাম, ছাত্রলীগ কর্মী মো. জনি (২৮), ছাত্রলীগ কর্মী মো. বিল্লাল (২৩) ও যুবলীগ কর্মী মো. করিম (৪০)।

ডিসি তালেবুর রহমান, আজ (রোববার) সকাল ৬টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-সিলেট হাইওয়ে রোডের মৃধা বাড়ি এলাকায় আওয়ামী লীগের ১৭ জন সদস্য একটি ঝটিকা মিছিল বের করলে পুলিশের টহল টিম তাদের ধাওয়া করে। সেখান থেকে মো. হারুনুর রশিদ ও মো. জাহিদুর ইসলামকে গ্রেফতার করা হয়। মিছিলে অংশগ্রহণকারী অন্যরা দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় মিছিলটি মাত্র এক থেকে দেড় মিনিট স্থায়ী হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, আজ সকাল ৬টার দিকে শাহবাগ মোড়ে ২০ থেকে ৩০ জন আওয়ামী লীগের সদস্য ঝটিকা মিছিল করার চেষ্টা করে। থানার টহল টিম তাৎক্ষণিক তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মো. জনি, মো. বিল্লাল ও মো. করিমকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

গ্রেফতার ৫ রাজধানীতে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর