বিটিআরসির চেয়ারম্যানের বক্তব্যে আইএসপিএবির উদ্বেগ
২০ এপ্রিল ২০২৫ ২০:০৬ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২২:৫২
ঢাকা: টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান দেশের ইন্টারনেট ব্যবসায়ীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করায় উদ্বেগ প্রকাশ করেছেন এ খাতের ব্যবসায়ীদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি)।
রোববার (২০ এপ্রিল) আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক ও মহাসচিব নাজমুল করিম ভূঞাঁর সই করা সদস্যের পাঠানো এক চিঠিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
চিঠিতে বলা হয়, গত ১৯ এপ্রিল টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ টিআরএনবি’র উদ্যোগে ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ সম্পর্কে গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকে বিটিআরসির চেয়ারম্যান আইএসপি সেবাখাত ও এর ব্যবসায়ীদের নিয়ে নেতিবাচক বক্তব্য দেন। যা ছিল অনভিপ্রেত ও দুঃখজনক। আইএসপি সেবাখাত ও ব্যবসায়ীদের অভিবাবক হিসেবে বিটিআরসি চেয়ারম্যানের এরূপ মন্তব্যে আইএসপি সেবা খাতের ব্যবসায়ীদের পক্ষে আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং মর্মাহত হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, এ অবস্থার পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিটিআরসি চেয়ারম্যানের ব্যবসায়ীদের সম্পর্কে নেতিবাচক ধারনা এবং ভূল বোঝাবুঝি দূরকল্পে আগামী ২৭ এপ্রিল ২০২৫ চেয়ারম্যানের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে সবধরনের ভুল বোঝাবুঝির নিরসন সম্ভব হবে ও বিটিআরসির সঙ্গে সম্মিলিতভাবে জুলাই বিপ্লবের চেতনা নিয়ে একটি প্রযুক্তিনির্ভর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাব।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম