Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জি এম কাদেরকে গ্রেফতারের দাবিতে জাপার মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ২১:৪৩

জি এম কাদেরকে গ্রেফতারের দাবিতে জাপার মানববন্ধন। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে দলটির অপর অংশের (রওশন) নেতা-কর্মীরা।

রোববার (২০ এপ্রিল) সেগুনবাগিচার দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি তোলা হয়।

জাতীয় পার্টির (রওশন) নেতারা বলেন, জিএম কাদের দলীয় চেয়ারম্যানের পদ দখল করে মনোনয়ন বাণিজ্যসহ দলীয় নেতাকর্মীদের প্রদেয় চাঁদার টাকা আত্মসাৎ এবং বিদেশে টাকা পাচার করেছেন। এছাড়াও, তিনি পদ বাণিজ্যের মাধ্যমে দল ধ্বংস করেছেন।

নেতারা বলেন, দলের বর্ধিত সভায়ও তার গ্রেফতারের দাবি করা হয়। দুদক এরই মধ্যে তার দুর্নীতি অনুসন্ধান করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি, অনতিবিলম্বে জি এম কাদেরকে গ্রেফতারের করুন। অন্যথায় জাতীয় পার্টির নেতাকর্মীরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম খুশু, তথ্য ও গবেষণা সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

গ্রেফতার জাপা জিএম কাদের টপ নিউজ মানববন্ধন

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর