Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় দগ্ধ শিশুর ঢামেকে মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ২২:৪৭ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২২:৫৩

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামে আগুনে দগ্ধ হওয়া শিশু আরিসা (৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

রোববার (২০ এপ্রিল) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আরিসা রামনগর গ্রামের রাজমিস্ত্রি কলম আলীর মেয়ে। আরিসা বাবা কলম আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার রামনগর গ্রামে নিজ বাড়িতে আগুন লেগে আরিসা দগ্ধ হয়। বিকেলে ৪টার দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়। রোববার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

চুয়াডাঙ্গা দগ্ধ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর